বুধবার (০১ এপ্রিল) ভোরে উপজেলার বন্দকাটি গ্রামে বাবার বাড়িতে তিনি মারা যান। তিনি একই উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, বন্দকাটি গ্রামের আব্দুস সালামের মেয়ে রাশিদা খাতুন শিল্পী গত ২৭ মার্চ শুক্রবার বাবার বাড়িতে আসে। কয়েকদিন তার গায়ে জ্বর ছিল। সঙ্গে ছিল শ্বাসকষ্ট ও কাশি। এ অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। আর এ মৃত্যু নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গ্রাম্য চিকিৎসক রুহুল আমিন বাংলানিউজকে জানান, রাশিদা খাতুন শিল্পীর শরীরে ১০৩ ডিগ্রি জ্বর ছিল। তার শ্বাসকষ্ট এবং কাশিও ছিল। তার কাছে চিকিৎসার জন্য গেলে তিনি শিল্পীকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন।
বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন বাংলানিউজকে বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও আত্মীয় স্বজনকে মরদেহ দূর থেকে দেখতে বলা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বাংলানিউজকে বলেন, জ্বর, সর্দি কাশি থাকলেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে মনে হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এনটি