ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার দুদিন পর যমুনায় ভেসে উঠল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
নিখোঁজ হওয়ার দুদিন পর যমুনায় ভেসে উঠল যুবকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর মানিকগঞ্জের দৌলতপুরে ভেসে উঠল মিরাজুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ।  

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারি বাঁচামারা এলাকায় যমুনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।  

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভুতের মোড়) এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মিরাজুল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র লিডার রবিউল ইসলাম বলেন, যমুনায় যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরদিন সোমবার ডুবুরির টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দিনভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।  

চৌহালীর ইউএনও মো. মোস্তাফিজুর রহমান জানান, রোববার বিকেলে ভুতের মোড় এলাকায় যমুনা নদীতে ছোট ভাই-বোনদের সঙ্গে গোসল করতে যায় মিরাজ। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে যান তিনি। মিরাজ কিছুটা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সাঁতরে ওপরে উঠতে পারেনি।  

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সোমবার দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে জেলেদের সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারি বাঁচামারা এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ