ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ভিজিএফের চালসহ আটক ইউপি সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ফেনীতে ভিজিএফের চালসহ আটক ইউপি সদস্য আটক ইউপি সদস্য নাসির

ফেনী:  ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে ভিজিএফের তিন বস্তা চালসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নাছিরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ধর্মপুর ইউনিয়নের বটতলা এলাকার একটি টেইলার্স দোকান থেকে এ চাল উদ্ধার করা হয়। এ সময় অনৈতিক ভাবে অন্যের চাল নিজ হেফাজতে রাখার দায়ে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য নাছিরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে যায়। এসময় রিতু ড্রেস হাউজ নামে একটি দোকান থেকে ত্রিশ কেজি করে মোট তিন বস্তা চাল উদ্ধার করা হয়।

দোকান মালিকের দেওয়া তথ্যমতে পুলিশ জানতে পারে, উদ্ধার চাল সরকারি ভিজিএফের। ইউপি সদস্য নাছির অনৈতিকভাবে এগুলো নিজের কাছে রেখেছেন।

পরে অভিযান চালিয়ে পুলিশ ইউপি সদস্য নাসিরকে আটক করে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান জানান, ইউপি সদস্য নাছিরের কাছ থেকে আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।