ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ড. সা'দাতের মৃত্যুতে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
ড. সা'দাতের মৃত্যুতে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর শোক

ঢাকা: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২২ এপ্রিল) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা। একজন বি‌শিষ্ট আমলা হিসেবে ড. সা'দত হুসাইন এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী মান্নান।

এর আগে বুধবার রাত ১০টা ৪৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এমআইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।