ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে অনাহারী পরিবারে ত্রাণ দিলেন চা দোকানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
না’গঞ্জে অনাহারী পরিবারে ত্রাণ দিলেন চা দোকানি ত্রাণসহ নারায়ণগঞ্জের চা দোকানি। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মধ্য সস্তাপুরে করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) কারণে লকডাউনের ফলে অনাহারী ২০ পরিবারে ত্রাণ বিতরণ করেছেন চা দোকানি শহীদুল ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন তিনি।

চা দোকানি শহীদুল ইসলামের এ কাজের বিষয়ে তার সঙ্গে আলাপ করা হলে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ।

চা দোকানটাই আমার আয়ের উৎস। লক ডাউনের কারণে আমার উপার্জন প্রায় বন্ধ। অভাবের মধ্যেই আমি বড় হয়েছি। অভাব ও অনাহার কাকে বলে আমি জানি। স্ত্রী ও ৯ বছরের শারীরিক প্রতিবন্ধি একমাত্র ছেলেকে নিয়ে আমার ছোট্ট সংসার। এভাবে চলতে থাকলে আগামী ১৫ দিনে আমার ঘরে চুলা জ্বলবে কি ন সন্দেহ। তবুও আশেপাশের অনাহারী মানুষদের জন্য বিবেকের তাড়নায় আমি এ উদ্যোগ নিয়েছি। আল্লাহ আমাকে দেখবেন।

শহীদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইনগাছ দক্ষিণ পাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার মধ্য সস্তাপুরের পরিবারসহ বাস করছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।