রোববার (৩ মে) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মিরপুর ও মগবাজার এলাকায় বসবাস করা বা আটকে পড়া শিক্ষার্থী, স্বল্প ও নিম্নআয়ের কর্মহীন মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে রয়েছে- ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি চিনি, সয়াবিন তেল, আলু, লবণ, বিস্কুট, সাবান ও মশলাসহ বিভিন্ন উপকরণ।
এসময় প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সভাপতি মুকতাদির রুহান, সহকারী প্রধান (মানবসম্পদ বিভাগ) মাহি মুবাশশির হাসান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলিফ আউয়াল, সংগঠন কর্মী ইমরান, ইশমাম ও সাদমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আহবান ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মাহি মুবাশশির হাসান জানান, এবার ডোনেট ফর সাইভাইভারস প্রকল্পের অধীনে এফসি আই বিডির সহযোগিতায় প্রায় ৭০০ পরিবার ও ব্যক্তিকে সাহায্য করা হয়েছে। এছাড়া সংগঠনটির উদ্যোগে ‘ফিস্ট ফর দ্যা ফ্যামিলিস’ প্রকল্পের অধীনে রমজানে ১৫০ পরিবারকে সেহরি ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। করোনা সঙ্কটে এবারের সহযোগিতা অতীতের ধারাবাহিকতারই একটি অংশ। এই সঙ্কটের শুরুর দিকেও তারা আরও কয়েকশ পরিবারকে সহযোগিতা করেছে বলেও জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ০৩, ২০২০
এমএইচ/ওএইচ/