ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: বিশেষ বিবেচনায় না'গঞ্জে ছাড়া পেলেন আরও ৩ কারাবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মে ৩, ২০২০
করোনা: বিশেষ বিবেচনায় না'গঞ্জে ছাড়া পেলেন আরও ৩ কারাবন্দি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে করোনাকালীন সময়ে বিশেষ বিবেচনায় আরও তিন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। 

রোববার (০৩ মে) সন্ধ্যায় তিনজনের মধ্যে দুজনকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বাকি একজনের ৫ হাজার টাকা অর্থদন্ড থাকায় এ টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হবে।

 

কারামুক্তি প্রাপ্তরা হলেন- মাদক মামলায় ১ বছরের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ও ৬ মাসের সাজা ভোগ করা রূপগঞ্জের রানীপুরা গ্রামের কামরুল হাসান এবং ১ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও ৫ মাসের সাজা ভোগ করা রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের অপু খাঁ।  

নারায়ণগঞ্জ জেলা কারাগারারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমরা ইতোমধ্যেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ থেকে ২০৫ জন বন্দির তালিকা দিয়েছিলাম। অপরাধ বিবেচনায় লঘু অপরাধের আসামিদের নাম তালিকায় দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে ২ এপ্রিল মুক্তি দেওয়া হয়েছে। আর তিনজনের নাম আজকে আসার পর সন্ধ্যায় এদের দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি একজনের অর্থদন্ডের ৫ হাজার টাকা পরিশোধের পর মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মে ০৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।