রোববার (০৩ মে) সন্ধ্যায় তিনজনের মধ্যে দুজনকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বাকি একজনের ৫ হাজার টাকা অর্থদন্ড থাকায় এ টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হবে।
কারামুক্তি প্রাপ্তরা হলেন- মাদক মামলায় ১ বছরের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ও ৬ মাসের সাজা ভোগ করা রূপগঞ্জের রানীপুরা গ্রামের কামরুল হাসান এবং ১ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও ৫ মাসের সাজা ভোগ করা রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের অপু খাঁ।
নারায়ণগঞ্জ জেলা কারাগারারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমরা ইতোমধ্যেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ থেকে ২০৫ জন বন্দির তালিকা দিয়েছিলাম। অপরাধ বিবেচনায় লঘু অপরাধের আসামিদের নাম তালিকায় দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে ২ এপ্রিল মুক্তি দেওয়া হয়েছে। আর তিনজনের নাম আজকে আসার পর সন্ধ্যায় এদের দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি একজনের অর্থদন্ডের ৫ হাজার টাকা পরিশোধের পর মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মে ০৩, ২০২০
এইচএডি/