ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

'দেশের চেইন অব কমান্ড ভেঙে গেছে'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মে ৫, ২০২০
'দেশের চেইন অব কমান্ড ভেঙে গেছে' দেশের চেইন অব কমান্ড ভেঙে গেছে

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) দেশে মহামারি আকার ধারণ করছে। আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মানুষ লকডাউন মানছে না। কেউ কোনো নিয়ম কানুন অনুসরণ করছে না। সার্বিকভাবে বলতে গেলে দেশের চেইন অব কমান্ড ভেঙে গেছে।

সোমবার (৪ মে) রাতে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনিসুর রহমান ফরাজী এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও স্থানীয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে চারিদিকে মানুষ ঘোরাফেরা করছে।

সড়কে মানুষের ঢল ফেরানো যাচ্ছে না। দিশেহারা মানুষ জীবন জীবিকার তাগিদে ঘরেও বসে থাকতে পারছেন না ।  

এই বেসামাল অবস্থায় মানুষ দিন দিন আরও বেশি পরিমাণে আক্রান্ত হবে। অকাল মৃত্যুর সংখ্যা অধিক হারে বেড়ে যাবে । ইতিমধ্যে করোনা হাসপাতালগুলোতে রোগীদের ঠাঁই হচ্ছে না। এমতাবস্থায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে। নইলে ভয়াবহ পরিণাম জাতিকে বহন করতে হবে।  

আনিসুর রহমান ফরাজী বলেন, করোনায় সাধারণ মানুষের মৃত্যু সরকারি গণনার চেয়ে অনেক বেশি। কারণ অনেক আনরিপোর্টেড কেইস সরকারি হিসাবের বাইরে আছে।  

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও তাঁর পত্মী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অনেক সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। অনেকে কোয়ারেন্টিনে আছেন ।  

একজন সাংবাদিক, দুইজন চিকিৎসক ও চারজন পুলিশ সদস্য আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে সাংবাদিক, পুলিশ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তা পাচ্ছে না। কেউ কোনো নিয়ম মানছে না। বলতে গেলে দেশের চেইন অব কমান্ড ভেঙে গেছে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, মে ০৫, ২০২০
পিএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।