রোববার (২৪ মে) দিনগত রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি সরাচ্ছিলেন।
এ সময় পেছন থেকে দ্রুত গতির অপর একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন সহায়তাকারীসহ বিকল প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালকের বয়স আনুমানিক ৩০, অন্য দুইজনের মধ্যে একজনের বয়স ১৫ ও অপরজনের ২৪। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি।
নিহত ৩ জনের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের যাত্রী-চালকসহ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মে ২৫, ২০২০
এজেডএস/পিএম/এমকেআর