ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ঈদের মাঠে টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
শ্রীপুরে ঈদের মাঠে টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে ঈদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় কমপক্ষে অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর লুটপাট করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে শ্রীপুর সড়ই ও খদ্দররহুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে খদ্দররহুয়া গ্রামের শেখপাড়া মসজিদে ঈদের জামাতে টাকা তোলাকে কেন্দ্র করে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্যার সমর্থক নুরল মোল্যা ও  শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকিম বিল্লাহ সংগ্রামের সমর্থক বক্কার মোল্যার মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  

সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে ৫ পুলিশসহ ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।