ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনা আক্রান্ত নন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ৪, ২০২০
‘আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনা আক্রান্ত নন’

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত নন এবং তিনি বাসায় সুস্থ আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ‘আইনমন্ত্রী করোনা আক্রান্ত’ খবরের পর মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন।

কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী না-কি করোনায় আক্রান্ত। যা মোটেও সত্য নয়।

‘প্রকৃত সত্য হলো, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যানেলটিতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত।

আবার কোনো কোনো সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ‘প্রধান বিচারপতি করোনা উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন আইনমন্ত্রী। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি এ কথা বলেননি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ। আল্লাহর রহমতে তিনি (প্রধান বিচারপতি) বর্তমানে সুস্থ আছেন এবং সব ধরনের দাপ্তরিক কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।