বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আটক ওই দুই ব্যক্তিকে হাজতে পাঠানো হয়েছে।
আটক দু’জন হলেন- বগুড়া নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের তবিবর রহমানের ছেলে আইনুল ইসলাম ও নাটোর জেলার সিংড়া উপজেলার ধাপকুড়ইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে শাহ আলম।
জানা যায়, উপজেলার সিধইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম বাবু টপটেন সিগারেটের ডিলারশিপ নিয়ে নন্দীগ্রাম আদর্শ মার্কেট থেকে পাইকারি ব্যবসা করতেন। গত ২৯ মে জুমার নামাজের সময় তার গুদাম থেকে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৫ হাজার প্যাকেট সিগারেট চুরি হয়ে যায়। বাবু বিষয়টি থানা পুলিশকে জানায় এবং বুধবার (৩ জুন) রাতে সে নিজে বাদী হয়ে চুরির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে অভিযুক্ত আইনুল ইসলাম ও শাহ আলমকে আটক করে এবং রাতেই সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের একটি বাড়ি থেকে চুরি হওয়া সিগারেটগুলো উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, নন্দীগ্রাম আদর্শ মার্কেটের গুদাম থেকে চুরি হওয়া ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সিগারেট উদ্ধারসহ চুরির ঘটনায় জড়িতদের আটক করে দুপুরে হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ০৪, ২০২০
কেইউএ/এফএম