ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে অপহৃত সেই ঝিনুক শ্রমিক উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ৪, ২০২০
সুন্দরবনে অপহৃত সেই ঝিনুক শ্রমিক উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবনের গহীনে আলোরকোল খাল থেকে মহসিন (৩৫) নামে অপহৃত এক ঝিনুক শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে মোংলা উপজেলার পশুর নদীর বানি সানতাই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার (৪ জুন) রাত ১১টার দিকে সুন্দরবনের গহীনে আলোরকোল খালেন ঝিনুক কুড়ানোর সময় পাথরঘাটা উপজেলাধীন কাঠালতলী গ্রামের কবির মোল্লার মালিকানা একটি ট্রলারে হানা দেয় ১০ জনের এক দল দস্যু বাহিনী।

এ সময় ওই ট্রলারে থাকা সাত জনের ওপর হামলা চালায় এবং পিটিয়ে আহত করে ছয়জনকে ট্রলারসহ ফিরিয়ে দিলেও মহসিনকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে র‌্যাব-৮ এর সহকারী পরিচালক আদনান মুস্তাফিজ বলেন, অপহরণের খবর শোনার পর র‌্যাব উদ্ধার তৎপরতা চালায়। একদিন একরাত পরে মহসিনকে উদ্ধার করা হয়। মহসিনকে র‌্যাব-৮ এর প্রধান কার্যালয়ে আনা হচ্ছে। জবানবন্দি নিয়ে আইনী প্রক্রিয়া শেষে তাকে স্বজনদের কাছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।