বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া ওই গ্রামের আকবর আলীর ছেলে।
নিহতের ভাই নজরুল ইসলাম জানান, মিন্টু মিয়া ও তার সঙ্গীরা সীমান্তের ওপারে আম কুড়াতে গেলে খাসিয়ারা গুলি চালায়। এতে অন্যরা পালিয়ে আসলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিন্টু মারা যান। তারা খবর পেয়ে সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে কুলুম ছড়ারপার গ্রামের এক তরুণ ভারতীয় সীমান্ত এলাকায় মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। থানার উপ-পরিদর্শক (এসআই) যীশু দত্ত মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। ’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘আম কুড়াতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়লে খাসিয়ারা গুলি করে। এতে ঘটনাস্থলে মিন্টু মিয়া মারা যান। ’
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ১০, ২০২০
এনইউ/এফএম