রাশিয়ায় এইএম টেকনোলজির ভলগাদন্সক কারখানায় রিয়্যাক্টর প্রেসার ভেসেলের নির্মাণ কাজ চলছে। এইএম টেকনোলজির রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের রোসাটম) যন্ত্রপাতি নির্মাণকারী সংস্থা।
রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে। এইএম টেকনোলজি রূপপুর প্রকল্পের জন্য রিয়্যাক্টসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি প্রস্তুত ও সরবরাহ করছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আরপিভি সেমিভেসেলের অংশগুলোর পরীক্ষামূলক সংযোজনের পর এর দু’টি শেল এবং একটি ফ্লাঞ্জ একত্রীত করে ক্রেনের সাহায্যে ওয়েল্ডিং স্ট্যান্ডে স্থাপন করা হয়। ১৫০-৩০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মাঝে এগুলোর ওয়েল্ডিং কাজ সম্পন্ন করা হবে।
এরপর, ঐ ওয়েল্ডিং জোনের তাপমাত্রা ৩০০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উন্নীত করা হবে। ১৮০ টন ক্ষমতাসম্পন্ন একটি ব্রীজ-ক্রেনের সাহায্যে এটিকে উচ্চ তাপমাত্রায় একটি চুল্লীতে স্থাপন করা হবে যেখানে ৪ দিনের জন্য সংরক্ষিত থাকবে। একই সঙ্গে, ৩টি শেল এবং একটি তলদেশ নিয়ে গঠিত নিচের সেমিভেসেলের প্রস্তুত কাজও এগিয়ে চলছে।
রিয়্যাক্টর মূলত একটি সিলিন্ডার আকৃতির কাঠামো যার তলদেশ উপ-বৃত্তাকার। রিয়্যাক্টরের ভেতরে স্থাপিত হয় ‘কোর’ এবং অন্যান্য ডিভাইস। রিয়্যাক্টরের উপরিভাগ একটি শক্ত ঢাকনা দিয়ে আবদ্ধ থাকে। ঢাকনায় স্থাপন করা হয় বিভিন্ন ড্রাইভ মেকানিজম এবং রিয়্যাক্টর নিয়ন্ত্রণকারী বিভিন্ন ডিভাইস। ইন-কোর মনিটরিং-এর লক্ষ্যে সেন্সর ক্যাবল প্রবেশের জন্য রয়েছে আলাদা নল। রিয়্যাক্টর প্রেসার ভেসেলের উপরের অংশে কুল্যান্ট বা শীতলীকরণ পদার্থ প্রবেশ ও নির্গমন এবং জরুরি প্রয়োজনে কুল্যান্ট সরবরাহের জন্য রয়েছে আলাদা নল।
রুশ নকশা অনুযায়ী নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে প্রতিটি ১২০০ মেগা ওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি ইউনিট স্থাপিত হচ্ছে। প্রতি ইউনিটে থাকবে ৩+ প্রজন্মের আধুনিক ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ১২, ২০২০
এসকে/এমএইচএম