ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, জুন ১৯, ২০২০
বকশীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী মেহের আলী (৫০) খুন হয়েছে। এ ঘটনায় স্ত্রী সুলতানা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালবার্তী নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাদ দিয়ে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু বাংলানিউজকে জানান, কথাকাটাকাটির জের ধরে স্বামী স্ত্রীর বাক বিতণ্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে স্বামী মেহের আলীকে আঘাত করে স্ত্রী সুলতানা বেগম।

পরে মাটিতে পড়ে গেলে গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়।

পরে স্থানীয়রা স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুলতনাকে আটক ও মরদেহ উদ্ধার করে থানায় আনে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আগামীকাল মরদেহ জামালপুরে মর্গে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।