ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে সাতজন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ২৪, ২০২০
বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে সাতজন আহত

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পুকুরে পড়ে চালক ও নারীসহ সাতজন আহত হয়েছেন। 

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার স্যান্নাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত ব্যক্তির চাচা মাসুদ হোসেন (৪০), তার ভাই সুমন হোসেন (১৭), মা রত্না বেওয়া (৫৫), শ্বাশুড়ি লিলি বেগম (৫০) ও শ্যালক আব্দুল হান্নান (৩২), চালক সোহাগ হোসেন (৩৫) এবং হেলপার মিলন (১৮)।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে জানান, বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের নতুন কলাবাড়িয়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আতিয়ার রহমান অসুস্থ হয়ে চার দিন আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।  

মঙ্গলবার (২৩ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান মারা যান। বুধবার (২৪ জুন) সকালে রাজশাহীর একটি লাশবাহী প্রাইভেট অ্যাম্বুলেন্সে স্বজনরাসহ আতিয়ারের মরদেহ বাগাতিপাড়ায় আনার সময় উপজেলার স্যান্নালপাড়া এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন অ্যাম্বুলেন্সটি উল্টে রাস্তার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে সাতজন আহত হন। আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, দয়ারামপুরের স্থানীয় ক্লিনিক এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছিল। তবে আহতদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।