ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে যমুনার পানি স্থিতিশীল, পানিবন্দি ২৫ হাজার পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুলাই ১, ২০২০
সিরাজগঞ্জে যমুনার পানি স্থিতিশীল, পানিবন্দি ২৫ হাজার পরিবার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়ে এরই মধ্যে পাঁচ উপজেলার ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

তলিয়ে গেছে প্রায় আড়াই হাজার হেক্টর জমির ফসল।  

বুধবার (০১ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি কাজিপুরের মেঘাই পয়েন্টে ৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল অবস্থায় থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র।  সিরাজগঞ্জের ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, ছবি: বাংলানিউজ

এদিকে বিপৎসীমা অতিক্রম করায় যমুনার পানি প্লাবিত হয়ে তীরবর্তী ও নিম্নাঞ্চলের লোকালয়ে ঢুকে পড়েছে। কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এছাড়াও অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।  

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলার পাঁচ উপজেলার যমুনা নদী অধ্যুষিত ৩১টি ইউনিয়নের ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২২টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য এরই মধ্যে ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে সেগুলো বিতরণ শুরু হবে।  

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল হক জানান, এরই মধ্যে জেলার আড়াই হাজার হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ০১ জুলাই, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।