ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ চান রাখাইন তাঁত শ্রমিকরা

শফিকুল ইসলাম খোকন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ চান রাখাইন তাঁত শ্রমিকরা

বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরসহ উপকূলীয় বাসিন্দাদের জীবন চলে অতি কষ্টে। ঝড়, জলোচ্ছ্বাস, দুর্যোগের সঙ্গে তাদের বসবাস। প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকে উপকূলবাসী। পাশাপাশি এ উপকূলে ভিন্ন পেশার মানুষ তথা রাখাইনদের চলছে দুর্দিন। মান্দাতার আমলের তাঁত দিয়েই চলছে তাদের পণ্য তৈরি। উপকূলবাসীর অন্তহীন দুর্দশা এবং জীবন-জীবিকার চিত্র নিয়ে পাথরঘাটা উপজেলা করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম খোকনের  প্রতিবেদনের এগারতম পর্ব।

তালতলীর তাঁতিপাড়া এলাকা ঘুরে: সর্বত্রই ডিজিটালের ছোঁয়া। এমন কোনো সেক্টর নেই যেখানে আধুনিকতার আঁচড় লাগেনি।

কিন্তু এখনো আধুনিকতা ছোঁয়া লাগেনি তালতলীর রাখাইন পল্লিতে। সেই মান্দাতার আমলেই রয়ে গেছে তালতলীর রাখাইনরা। একটা সময় ছিল তাঁতশিল্পই ছিল তাদের প্রধান পেশা। কালের পরিক্রমায় পেশা পরিবর্তন হয়েছে পাশাপাশি এ পেশা থেকে অনেকেই অন্য পেশায় যুক্ত হয়েছেন। আবার অনেক পরিবারের সদস্যরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ায় সরকারি বা বেসরকারি পর্যায় চাকরিও করেন।  

উন্নত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশও সমানতালে উন্নত শিখরে এগিয়ে যাচ্ছে এবং আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু আধুনিকতার ছোঁয়া সব জায়গায় লাগলেও এখনো সেই আধিকাল কালচারেই রয়ে গেছে এ অঞ্চলের রাখাইনরা।

সম্প্রতি রাখাইন পল্লিতে যাওয়ার পরে কথা হয় বেশ কয়েকজন রাখাইন নারী-পুরুষের সঙ্গে। কথা হয় তাদের জীবন-জীবিকা নিয়ে। যেখানে তাঁত শিল্পের ওপর নির্ভরশীল অনেক আধিবাসী। আর এ পেশার সঙ্গে সম্পৃক্ত শতভাগ নারী।  

রাখাইনদের ঐতিহ্যবাহী এলাকা তাঁতিপাড়া। যে গ্রামে মায়ের পেট থেকে ভূমিষ্ট হওয়ার পরই তাঁতের ঠক ঠক শব্দ পেয়েই বেড়ে ওঠে শিশুরা। লেখাপড়া করা তো দূরের কথা নামও লিখতে পারো না এই এলাকার অনেকেই। কিন্তু এ এলাকার ঐতিহ্য তাঁতশিল্প প্রায় বিলুপ্তির পথে। এছাড়া এ পেশার সঙ্গে জড়িত শ্রমিকরাও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। দিনরাত পরিশ্রম করেও তাদের শ্রমের সঠিক মূল্য তারা পাচ্ছেন না। এমন অবস্থায় অনেক তাঁত পেশার ওপর নির্ভরশীল পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।  

এ প্রতিবেদককে সঙ্গে কথা হয় ৬০ বছরের লাচিং লাচিং-এর। তিনি বলেন, জন্মের পর থেকেই এ পেশায় আমার বাবা-মাকে কাজ করতে দেখেছি। তাদের দেখাদেখি আমিও কাজ শিখেছি।

তিনি আরও বলেন, একটি শার্ট পিস তৈরি করতে সময় লাগে তিন দিন। তা বিক্রি করছি সাড়ে ৩শ থেকে ৪শ টাকা। কোনো প্রশিক্ষণ পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি এনজিও থেকে প্রশিক্ষণ পেয়েছি কিন্তু সেটি পর্যাপ্ত নয়। আরও প্রশিক্ষণ দরকার আমাদের।  

কথা বলছেন দুই তাঁত শ্রমিক।  ছবি: বাংলানিউজ

তাঁতের পণ্য কতটুকু মার্কেট পেয়েছে জানতে চাইলে অপর এক তাঁত শ্রমিক তংচিং বলেন, বর্তমান বাজারে যে সব পণ্য তৈরিতে আধুনিকতা এবং প্রযুক্তি রয়েছে তা আমাদের এ পণ্যে নেই। এ কারণেও বাজারজাত তেমন একটা হচ্ছে না।

সরকারি এবং বেসরকারিভাবে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে তিনি দাবি করেন।  

এদিকে রাখাইনদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএফ এর যুগ্ম পরিচালক মো. এনামুল হক বাংলানিউজকে বলেন, এ শিল্পটাকে দেশের স্বার্থে টিকিয়ে রাখতে হবে। আর টিকিয়ে রাখতে হলে যেমন তাঁত শ্রমিকদের আধুনিক প্রযুক্তি প্রয়োজন তেমনি তাদের প্রশিক্ষণ প্রয়োজন। তারা মান্দাতা আমলের তাঁত দিয়ে একটি চাদর তৈরি করে তাতে সময় লাগে তিন দিন, আর আমাদের দেওয়া আধুনিক তাঁত দিয়ে একদিনেই ২টি চাদর বা শার্ট পিস তৈরি করতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ না থাকা, প্রয়োজনীয় সুতা না পাওয়া এবং শুধুমাত্র শীতকালের কাপড় তৈরি করায় ঠিক মতো বাজার পাচ্ছে না তারা।

তিনি আরও বলেন, ২০১৮ সালে আরডিএফের মাধ্যমে রাখাইন পল্লির তাঁত শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া এবং ৫০টি তাঁত দেওয়া হয়েছিল। তাছাড়া প্রশিক্ষণ শেষে ছয় মাস পোশাক তৈরির জন্য সুতাও দেওয়া হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।