ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পাচারকালে তক্ষকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
বরিশালে পাচারকালে তক্ষকসহ আটক ২

বরিশাল: বরিশালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপরে র‌্যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার (৬ জুলাই) দিনগত রাতে বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন- বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ার পার এলাকার মো. রফিকুল ইসলাম (২৮) ও গেওলনদী উপজেলার বিল্লুকগ্রামের মো. ইউসুফ (৪৩)। এ সময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।  

র‌্যাব জানায়, আটক রফিকুল ইসলাম ও ইউসুফ তক্ষক পাচারকারী সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য। তারা সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন।  

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।