ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবী, আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা।
শনিবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে দেখা করেন তারা।
এসময় দেখা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদারসহ বেশ কয়েকজন।
একই সময়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ধর্ম সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-আইন সম্পাদক নিতাই রায় চৌধুরী, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সদ্য সাবেক এমপি রাশেদা বেগম হীরা, নিলোফার চৌধুরী মনি, নির্বাহী সদস্য জেবা খান, শ্যামা ওবায়েদ, খালেদা ইয়াসমিন প্রমুখ।
তবে একই সময় মহিলাদলসহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করলেও বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ পান নি।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর