নাশকতার ১৯ মামলায় বর্তমানে কারাবন্দি বুলুর জামিনের আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এর মধ্যে রোববার (০২ জুলাই) রাজধানীর পল্টন থানার ৪টি এবং শেরে বাংলানগর, মোহাম্মদপুর ও মতিঝিল থানার একটি করে মোট ৭ মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসিরউল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ।
আদালতে বরকত উল্লাহ বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শাকিব মাহবুব।
বুলুর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা রয়েছে। ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়।
গত ১৮ মে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ৩১ মামলায় জামিনের আবেদন জানান তিনি। জামিন না দিয়ে কারাগারে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলামের আদালত।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
ইএস/এএসআর