ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতের নতুন রাষ্ট্রপতিকে খালেদার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
ভারতের নতুন রাষ্ট্রপতিকে খালেদার অভিনন্দন

ঢাকা: ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া এক বিবৃতিতে ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পৃথক এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।

আলাদা বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব ভারতের নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দেশ ভারতের জনগণের জন্যও শুভকামনা জানিয়েছেন খালেদা-ফখরুল।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।