ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব এসেছে: আলী রীয়াজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব এসেছে: আলী রীয়াজ 

ঢাকা: বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এই কথা জানান।

আলী রীয়াজ বলেন, আলোচনায় নতুন প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।

প্রথম পর্যায়ের আলোচনায় বিএনপি সঙ্গে কিছু বিষয়ে একমত হওয়া গেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্যতা আছে, বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। মতভিন্নতার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে তারা নীতিনির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে আমাদের জানাবেন।  

তিনি আরো বলেন, অনেক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা অনেক জায়গায় ঐকমত্যে বা সামঞ্জস্যতার জায়গায় এসেছি। কোথাও কোথাও ভিন্নমতও আছে, সেটাই স্বাভাবিক।  

বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করেছে বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, ১৫ টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ পর্যায়ে এসেছে। বাকি দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি বিএনপির সঙ্গে তৃতীয় দিনে প্রাথমিক আলোচনা শেষ করতে পারব।  

রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া আলোচনার বিষয়বস্তু কমিশন প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানানো হয় উল্লেখ করে আলী রীয়াজ বলেন, প্রতিটি বিষয় তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা দিক নির্দেশনাও দিচ্ছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।