নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন খালেদা জিয়া। পাশে মির্জা ফখরুল, মওদুদ আহমদ ও মঈন খান/ছবি: বাদল
হোটেল লা মেরিডিয়ান থেকে: ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কলাকৌশল করা হচ্ছে।
সাংবাদিকরা মিডিয়া, টকশোতে যে সত্য কথা বলেন এতে তাদের গায়ে কাঁটা ফোটে। তারা সত্য কথাগুলো যাতে প্রচার করতে না পারে সেজন্য আইন করে জনগণের অধিকার হরণ করছে।
বিএনপি চেয়ারপারসন আরও বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এএম/আরএম/এমইউএম/এএম/পিএম/এসআইজে/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।