সোমবার (১৩ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান তার শারীরিক অবস্থার খোজঁ-খবর নেন।
এ সময় এরশাদের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, পার্টির মহাসচিব সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ছিলেন।
এছাড়া তার অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে যান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম ওমর, সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, যুগ্ম-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন আশরাফ।
তাজুল ইসলাম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৪ আগস্ট) এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। তার সুস্থতার জন্য দেশবাসী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
এরআগে রোববার (১২ আগস্ট) দুপুরে তাজুল ইসলাম চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এখন আইসিউতে ভর্তি আছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআই/ওএইচ/