বুধবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘ডেঙ্গু রোগ, বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এডিস মশা আগেও ছিল, এখনো আছে।
তিনি বলেন, আমাদের সরকারের সময় পাঁচশ’ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, এখন জুলাই মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। হাসপাতালে সিট খালি নেই। আমাদের আহ্বান থাকবে. কিছু হাসপাতালকে ডেঙ্গু সেন্টার হিসেবে খোলা হোক, সেখান থেকে আক্রান্তরা চিকিৎসা নেবেন। তাছাড়া, অতি দ্রুত সময়ের মধ্যে ভালো মানের ওষুধ এনে এডিসের লার্ভা ধ্বংস করুন। আগামীর জন্য প্রস্তুতি নেন।
ড্যাব সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুস সেলিম, ডা. দিদারুল ইসলাম, ডা. নিলুফার ইয়াসমিন, ডা. একেএম কবির রিয়াজ, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কাদের গনি চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ইএআর/একে