ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

দল নিবন্ধনে দুই মাস বাড়তি চায় এনসিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
দল নিবন্ধনে দুই মাস বাড়তি চায় এনসিপি

ঢাকা: নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও দুই মাস সময় চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনপত্র জমার শেষ তারিখ ২০ এপ্রিল।

তবে এখনো শর্ত পূরণ না হওয়ায় সময় বাড়াতে চায় দলটি।

শনিবার (১২ এপ্রিল) নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা দুই মাস পেছাতে চাচ্ছি। আমাদের পরিকল্পনা রয়েছে। তবে আমরা এখনো জানাইনি। আমাদের আগামীকাল একটি সভা রয়েছে। আলাপ-আলোচনার পর আমরা ইসিকে এটি জানাব।

ইতোমধ্যে নাগরিক পার্টি বিভিন্ন অঙ্গসংগঠন গঠনের কাজ শুরু করেছে। এনসিপির পক্ষ থেকে ইতোমধ্যে যুব উইং গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এর বাইরে আরও ৪-৫টি উইং গঠনের প্রস্তুতি চলছে বলে বাংলানিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম।

এছাড়া বিভিন্ন পর্যায়ে মাঠ গোছানোর কাজও চলছে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা। ইতোমধ্যে থানা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির একটি সাংগঠনিক ভিত্তি রয়েছে। সেটিকে কাজে লাগাতে চায় এনসিপি।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।