দুর্নীতি তদন্তে তিনি জাতীয় সংসদের সিনিয়র সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে পীর ফজলুর রহমান এ দাবি জানান।
পীর ফজলুর রহমান বলেন, দুর্নীতির কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। ৫ হাজার ৫০০ টাকার জিনিস ৮৫ হাজার টাকায় কেনা হয়েছে বলে দেখানো হয়েছে। পুকুর খনন শিখতে বিদেশে গেছেন। লুটপাটে ওয়াসা ডুবেছে। অদ্ভুত সব দুর্নীতির কর্মকাণ্ড ঘটছে। এসব কারণে সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে।
তিনি বলেন, এসব দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করে দিতে হবে। এই সংসদে সিনিয়র সংসদ সদস্যরা আছেন, অভিজ্ঞ রাজনীতিবিদরা আছেন। এই সিনিয়র সদস্য ও অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিন। এই কমিটি দিয়ে এসব প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত করতে হবে।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসকে/এনটি