ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

এবার পংকজ দেবনাথকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এবার পংকজ দেবনাথকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি

ঢাকা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে অব্যাহতি দেওয়ার পর এবার সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে আসন্ন সম্মেলনে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম পংকজ দেবনাথকে প্রধানমন্ত্রীর এ নির্দেশ রাতেই জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমার বলার কোনো বিষয় নয়।

এটা নেত্রীর নির্দেশ (শেখ হাসিনা) পার্টির সিদ্ধান্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি পংকজ দেবনাথকে জানানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি সেটা জানিয়েছি।

এদিকে আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই ২৩ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে অব্যাহতি দেওয়ার হয় তার বিরুদ্ধে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর একদিন পর এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসকে/এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।