ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটি

ঢাকা: জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের ১৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গিয়াস উদ্দিনকে আহ্বায়ক এবং কামরুল আলম চৌধুরীকে সদস্য সচিব করে নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন, ফরিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ মুছা, খন্দকার মাহবুবুল আলম, মোজহারুল হক বকুল, জালালউদ্দিন আহমেদ (মন্টু), কাজী শহিদুল ইসলাম, এ কে এম আজিজুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।