ছাত্র ইউনিয়ন
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের ওপর সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের নেতৃত্বে হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় বলেছেন, হামলা করে আন্দোলন দমানো সম্ভব নয়।
বুধবার (৩০ অক্টোবর) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো একটি যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, উন্নয়ন প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
লাগাতার আন্দোলনের পঞ্চমদিনে পুরাতন কলাভবনে ধর্মঘট চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল আন্দোলনের অন্যতম সংগঠক এবং ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের ওপর হামলায় নেতৃত্ব দেন। এ ঘটনা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে লজ্জাজনক অধ্যায়। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়ানোর কথা, সেখানে কিছু সংখ্যক শিক্ষক দুর্নীতিগ্রস্ত উপাচার্যের পক্ষ নিয়ে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই হামলা করে আন্দোলন দমানো যাবে না বরং আরও দ্বিগুণ শক্তিতে বেগবান হবে।
জাবির আন্দোলনরত সব শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আমাদের সংহতি এবং অচিরেই এ আন্দোলনের দাবিতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী।
নেতারা অবিলম্বে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরকেআর/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।