ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিএনপির সংহতি র‌্যালি আজ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, এপ্রিল ১০, ২০২৫
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিএনপির সংহতি র‌্যালি আজ 

ঢাকা: গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রতিবাদ ও সংহতি র‌্যালি অনুষ্ঠিত হবে।

রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

এর আগে বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ এপ্রিল বিকেল ৪টায় এই র‌্যালি শুরু হবে।  

এছাড়া একইদিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।