ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

সাদেক হোসেন খোকার চেহলাম রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
সাদেক হোসেন খোকার চেহলাম রোববার সাদেক হোসেন খোকা

ঢাকা: অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার চেহলাম রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দুপুর ১টায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়ার মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, সাদেক হোসেন খোকা গত ৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।