ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

বরিশালে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
বরিশালে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন

বরিশাল: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর বরিশাল জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় নগরীর অশ্বিনী কুমার হলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।

জাসদ বরিশাল মহানগর কমিটির সভাপতি মো. মজিবুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাসদের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই খন্দকার, জাসদের কেন্দ্রীয় নেতা মো.  মোহসীন প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব। সম্মেলনে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা জাসদের নেতা-কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।