হাইকোর্টের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
বিএনপির আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
২০১৯ সালের ২৬ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুপ্রিমকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা ও হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলাটি করেন ওই থানার উপ-পরিদর্শক মতিউর রহমান। মামলায় মির্জা ফখরুলসহ ২৮ জনকে আসামি করা হয়। এছাড়া আসামি করা হয় অজ্ঞাতানামা আরো ৫০০ জনকে।
এই মামলায় মির্জা ফখরুলসহ তিন জনকে ২০১৯ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
কেআই/এএ