ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এসএসসিতে কৃতকার্য ছাত্রছাত্রীদের জাপা চেয়ারম্যানের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএসসিতে কৃতকার্য ছাত্রছাত্রীদের জাপা চেয়ারম্যানের অভিনন্দন জিএম কাদের

ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

 

 

 

 

রোববার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশে মহামারি করোনার কবলের মধ্যে এসএসসি পরীক্ষায় ফল প্রকাশে যারা কৃতকার্য হয়েছে তাদের পরিবারে তারা আনন্দের জোয়ার এনে দিয়েছে।

আমি আশা করি, শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যারা ভালো ফল করেছে তারা আগামীদিনেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য ও অগ্রগতি কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।