রোববার (০৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন।
তারা বলেন, বিজিএমইএ সভাপতির ব্যাপকহারে শ্রমিক ছাঁটাইয়ের সাম্প্রতিক হুমকি ‘চরম ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘উসকানিমূলক’।
নেতৃদ্বয় বলেন, সরকার শ্রমিকের স্বার্থ পদদলিত করে মালিকের মুনাফার স্বার্থ রক্ষা করছেন। আর তাই বিজিএমইএ শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছেন। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিজিএমইএ শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এই খেলা অচিরেই শেষ করতে হবে। শ্রমিক ছাঁটাইয়ের যেকোনো চক্রান্ত রুখে দিতে হবে।
তারা আরও বলেন, লুটেরাদের পালানোর সব পথ দেশবাসী বন্ধ করে দিবেন। মালিকদের অন্যায় আবদার মেটাতে সরকার নতজানু থাকলেও শ্রমিকরা মতলববাজ মুনাফা লোভীদের আস্তাকুড়ে নিক্ষেপ করবেন। শ্রমিক ছাঁটাইয়ের পরিণতি হবে ভয়াবহ যা বিজিএমইএ ও সরকারের কল্পনার বাইরে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এমএইচ/এমআরএ