ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিএনপি

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত আনোয়ার হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০২০
মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত আনোয়ার হোসেন আনোয়ার হোসেনকে দাফনের জন্য নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিশিষ্ট ক্রিড়াবিদ ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে যথাযথ নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ব্রাদার্স ক্লাব মাঠে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরের ওপর সমাধিস্থ করা হয় তাকে।

দীর্ঘদিন নানাবিধ রোগে ভোগার পর গত এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হন তিনি।

রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

আনোয়ার হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই। তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সহসভাপতিও দায়িত্বে ছিলেন।   
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।