ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা আকরামুজ্জামানের মৃত্যুতে শিরিন আখতারের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২০
আ’লীগ নেতা আকরামুজ্জামানের মৃত্যুতে শিরিন আখতারের শোক

ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য (এমপি) শিরীন আখতার।

রোববার (২৮ জুন) এক শোক বার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট আকরামুজ্জামান ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ। মানুষ হিসেবে তিনি ছিলেন অতুলনীয়।

প্রায়ই  তার সঙ্গে যোগাযোগ হতো। যেকোন প্রয়োজনে ফোন করলেই তিনি সাড়া দিতেন। চেষ্টা করতেন সর্বাত্মক সহযোগিতা করতে। তার মৃত্যুর খবর শুনে দুঃখ পেলাম। এভাবে তার মৃত্যু মেনে নেওয়াটা কষ্টকর।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বার্তায় তিনি আরো বলেন, ফেনীর রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শিরীন আখতার।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমওইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট আকরামুজ্জমান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গত ১৯ জুন সন্ধ্যায় তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ শনাক্ত হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।