রোববার (২৮ জুন) এক শোক বার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট আকরামুজ্জামান ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ। মানুষ হিসেবে তিনি ছিলেন অতুলনীয়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বার্তায় তিনি আরো বলেন, ফেনীর রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শিরীন আখতার।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমওইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট আকরামুজ্জমান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
গত ১৯ জুন সন্ধ্যায় তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসএইচডি/আরআইএস