শুক্রবার (৪ আগস্ট) অফিসিয়ালি নেইমারের চুক্তি সম্পন্নের ঘোষণা দিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। গতকাল রিলিজ ক্লজের পুরো অর্থ জমা দিতে গেলে লা লিগা কার্যালয় থেকে তা ফিরিয়ে দেওয়া হয়।
সবার ধারণা ছিল, রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর চুক্তির পেছনে বড় প্রভাবক ছেলের এজেন্ট হিসেবে কাজ করা নেইমার সিনিয়র। ধারণাটি ঠিক নয় বলে এর ব্যাখ্যা দিয়েছেন পেলের উত্তরসূরি। বার্সায় থাকার পক্ষেই নাকি ছিলেন নেইমারের বাবা, ‘আমার বাবা যা চেয়েছেন আমি তার উল্টোটা করেছি। একজন ক্রীড়াবিদের জীবন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। বার্সেলোনা চ্যালেঞ্জের চেয়েও বেশি, গ্রেট প্লেয়ারদের পাশে খেলাটা ভিডিও গেমের মতো। ’
‘ক্লাবে আমার প্রথম দিনটির কথা স্মরণ করছি। মেসি, ভালদেস, জাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে, বুসকেটসের মতো আইডল ও অন্যদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, একটি ক্লাবের চেয়ে বেশি খেলার জন্য প্রত্যাশা ছিল। ’
‘এফসি বার্সেলোনা একটি জাতি যেটি কাতালুনিয়াকে প্রতিনিধিত্ব করছে! আমার দেখা সেরা অ্যাথলেটদের সঙ্গে খেলতে পেরে আমি সম্মানিত এবং আমি নিশ্চিত এর চেয়ে ভালো দেখবো না। লিও মেসি মাঠে ও মাঠের বাইরে আমার পার্টনার ও বন্ধু হয়েছে এবং তার সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। আমি লুইস সুয়ারেজ ও তার সঙ্গে ঐতিহাসিক আক্রমণের অংশ এবং একজন অ্যাথলেট যা জয় করতে পারে তার সবকিছুই আমি জিতেছি। ’
‘আমি অবিস্মরণীয় মুহূর্তে বসবাস করেছি! এমন একটি শহরে থেকেছি যা একটি শহরের চেয়েও বেশিকিছু, এটা একটা মাতৃভূমি। আমি বার্সেলোনা ও কাতালুনিয়াকে ভালোবাসি। ’
‘কিন্তু একজন অ্যাথলেটের চ্যালেঞ্জ প্রয়োজন। আমার জীবনে দ্বিতীয়বারের মতো আমার বাবা যা চেয়েছেন তার বিপরীতটা করেছি। বাবা, আমি বুঝতে পারছি এবং তোমার মতামতকে সম্মান জানাই। কিন্তু আমার সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, আমি তোমার সমর্থন চাই যেটা সবসময় করে আসছো। এফসি বার্সেলোনা ও কাতালুনিয়া সবসময় আমার হৃদয়ে থাকবে। কিন্তু নতুন চ্যালেঞ্জটা আমার প্রয়োজন। ’
‘আমি পিএসজির প্রস্তাবটা গ্রহণ করেছি এবং ক্লাবটিকে টাইটেল অর্জনে সাহায্য করতে চাই যেটি সমর্থকরা আশা করে। এটা সাহসী ক্যারিয়ার প্ল্যান এবং আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বার্সা সমর্থকদের তাদের ভালোবাসার জন্য এবং ড্রেসিং রুম শেয়ার করে যাদের কাছ থেকে শিখেছি প্রত্যেকটে ধন্যবাদ জানাই। ’
‘অনুভব করেছি যে ক্লাব ছাড়ার এটাই সময়। আগামী কয়েক বছরের জন্য পিএসজি আমার নতুন ঠিকানা এবং যে আত্মবিশ্বাসটা তারা আমার ফুটবলে দিয়েছে তার জন্য আমি সম্মানিত। সকল সমর্থক, বন্ধু, পেশাদার ব্যক্তি যারা আমাকে সঙ্গ দিয়েছে ও আমার পরিবারের সমর্থন কাউন্ট করছি, যারা আমার ক্যারিয়ারের সময়টায় অনেক সমস্যার সঙ্গে ভুক্তভোগী হয়েছে এবং শান্তিটা প্রাপ্য। ’
সবশেষে নেইমার বলেন, ‘এটা একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমার ২৫ বছর বয়সের পরিপক্কতার সঙ্গে নিয়েছি। এফসি বার্সেলোনা তোমাদের সবাইকে ধন্যবাদ! পিএসজি, আমি এসে গেছি! ঈশ্বর আমাদের আশীর্বাদ করুণ এবং আমাদের রক্ষা করুণ!’
সোস্যাল মিডিয়ায় দেওয়া নেইমারের ভিডিও বার্তা:
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ৪ আগস্ট, ২০১৭
এমআরএম