ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নুরুলের ব্যাটে দাপুটে জয় পেলো শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
নুরুলের ব্যাটে দাপুটে জয় পেলো শেখ জামাল ছবি: শোয়েব মিথুন

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের শুরুতে বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন শেখ জামালের বোলার তানবির হায়দার। পরে ব্যাট হাতে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক নুরুল হাসান।

শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের ম্যাচে ফতুল্লায় টসে হেরে ব্যাটিং করতে নেমে শেখ জামালের বোলিং তোপে পড়ে যায় মোহামেডান। সব উইকেট হারিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৫৯।

জবাবে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি শেখ জামালের। মাত্র ১৩ রান সংগ্রহ করতেই বিদায় নেন টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ইলিয়াস সানি (৮) ও তাইজুল ইসলাম (১)। তবে এরপর ১২০ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান ওপেনার ইমতিয়াজ হোসেন ও নুরুল।  

সাকলাইন সজীবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে ৮৮ বলে ৫৪ রান আসে ইমতিয়াজের ব্যাট থেকে। এরপর বাকি পথ মুনাভিরাকে সঙ্গে নিয়ে ৯৯ বল বাকি থাকতেই নির্বিঘ্নে পাড়ি দেন নুরুল। তার ব্যাট থেকে আসে ৮৫ বলে ৯ চার ও ১ ছক্কায় অপরাজিত ৮৩ রান।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৯৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা মোহামেডানের হয়ে একমাত্র তুষার ইমরান ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে অনেকটা একক প্রচেষ্টায় টেনে নিয়ে গেছেন তিনি।

তুষার ইমরান ছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন মোহামেডানের লিটন দাস (২৬), মোহাম্মদ আশরাফুল (২১), রাহাতুল ফেরদৌস (১৬) ও সোহাগ গাজী (১১)।  

বল হাতে ৪.৪ ওভার হাত ঘুরিয়েই মাত্র ১৬ রান খরচে ৪ উইকেট তুলে নিয়েছেন শেখ জামালের তানবির। ২ উইকেট ঝুলিতে পুরেছেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট গেছে নাসির হোসেন, তাইজুল ইসলাম, ইলিয়াস সানি ও এনামুল হক (২)।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শেখ জামালের নুরুল হাসান।  

এই জয়ে লিগ টেবিলের তিনে স্থান করে নিল শেখ জামাল। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে তালিকার ষষ্ঠ স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ১২।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।