গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় ম্যানসিটি। ম্যাচের ২৪ মিনিটে সাফল্যের দেখা পায় সিটিজেনরা।
লিডটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে স্যামুস কোলেম্যানের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে এগিয়ে আসে সিটিজেন গোলরক্ষক। কোলেম্যান সেই আক্রমণের বলটি গোলরক্ষকের ওপর দিয়ে গোলমুখে ক্রস দেন। ডোমেনিক কালভার্ট-লেউইন সেই ক্রস শেষ মুহূর্তে লাফিয়ে হেড দিয়ে বল জালে পাঠান।
সমতায় প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ম্যানসিটি। ৭১ মিনিটে দ্বিতীয় গোলের গোলে দেখা পায় অতিথি দলটি। রিয়াদ মাহরেজের ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে দলকে লিড এনে দেন।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি এভারটন। ৮৪ মিনিটে রাহিম স্টার্লিং স্কোরশিটে নাম তুলেলে ৩-১ গোলে সহজ জয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরএআর