এবার পাকিস্তানের বিপক্ষে গত আসরের প্রতিশোধ নেওয়ার সামনে ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম সেটে না পারলেও পরের দুই সেটে দারুণ লড়াই করে হারে তারা।
তবে এবার স্বর্ণ জয়ের আশা বিসর্জন দিলেও ব্রোঞ্জ জয়ের আশা বেঁচে আছে বাংলাদেশের সামনে। সোমবার (০২ ডিসেম্বর) তৃতীয় স্থান নির্ধারণীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম সেটে হরসিত-রাশেদরা ঠিকঠাক মতো সার্ভ করতে পারেননি। যার ফলে বাংলাদেশ হারে ২৫-১৫ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে তুলে আরোজির দল। কিন্তু এবারও বাংলাদেশ হারে ২৫-২১ পয়েন্টে। তৃতীয় সেটে দুই দলের অবস্থান ছিল ২৪-২৪। কিন্তু সেই জায়গা থেকে ২৬-২৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-২ সেটে হারায় স্বাগতিক নেপালকে। এরপর গত আসরের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলেও গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশের ছেলেরা।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
ইউবি