অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭-৪৫ মিনিটে মঞ্চে উঠেন ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগম। মঞ্চে উঠে শুরুতে দু’টি গান করেন তিনি।
সনু নিগম এরপর শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গান ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছিল এই গান। নিজের পিতাকে নিয়ে করা গানের সঙ্গে ঠোঁট না মিলিয়ে থাকতে পারেননি প্রধানমন্ত্রী।
৪০ মিনিটের পারফর্ম্যান্সে বাংলা গান ছাড়াও নিজের বেশ কিছু জনপ্রিয় সংগীত পরিবেশন করেন সনু নিগম। তার মধ্যে ছিল, ‘কাল হো নাহো’, ‘সুরজ হুয়া মাধম’, ফির মিলেঙ্গে’, ‘ইয়ে দিল দিওয়ানা’ সহ বেশ কয়েকটি গান। স্টেডিযামে উপস্থিত দর্শকরাও বেশ উপেভোগ করেন তার পারফরম্যান্স।
ভারতীয় এই গায়কের আগে মঞ্চ মাতান বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা জেমস। অনুষ্ঠানের শুরুতে পারফর্ম করেন ‘ডি-রকস্টার’ তারকা মঈদুল ইসলাম খান শুভ। এরপর একে একে দর্শক মাতাতে মঞ্চে আসেন রেশমি মির্জা ও ব্যান্ড।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮ম ২০১৯
ইউবি