গত বছর উজবেকিস্তানের তাসখন্দে ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ অ্যান্ড জুনিয়র দাবায় ছেলেদের অনূর্ধ্ব-৮ গ্রুপের শিরোপা জিতেছিলেন ক্যান্ডিডেট মাস্টার নীড়।
এবারের প্রতিযোগিতায় ক্যান্ডিডেট মাস্টার নীড় ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে রানার-আপ হন।
ক্যান্ডিডেট মাস্টার নীড়, জারিন ও মহিলা ফিদে মাস্টার নোশিন সকলেই এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ছাত্র-ছাত্রী।
বুধবার (১৮ ডিসেম্বর) শেষ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার নীড় ভারতের প্রত্যয় চৌধুরীকে, জারিন ভারতের শ্রেষ্ঠা মহাপাত্রকে ও মহিলা ফিদে মাস্টার নোশিন ভারতের সাগনিক সাহাকে পরাজিত করেন।
১৩ হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত কোলকাতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ, ভারত ও নেপালের ৪৬৬ জন খেলোয়াড় এ স্কুল দাবায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমআরপি