ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
আগরতলা (ত্রিপুরা): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত রয়েছে। তাই মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের হাতে যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। কারণ তারা বার বার ভারতের সুরক্ষা ব্যবস্থায় আঘাত দেওয়ার চেষ্টা করছিলো।
সম্প্রতি এমন অভিমত প্রকাশ করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিধানসভায় নিজ অফিসে সংবাদমাধ্যমের কাছে অভিমত ব্যাক্ত করতে গিয়ে তিনি আরো বলেন, এর আগেও পাকিস্তান ভারতে আঘাত হানার চেষ্টা করেছিল।
জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে সার্জিক্যাল ষ্ট্রাইক করে। এবারও ভারতীয় বিমানবাহিনী বীরের মতো কাজ করে এসেছে। ভারতের বীর-সেনারা কারো সামনে মাথা নত করে না এই বার্তা সারা বিশ্বের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে।
তিনি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণকে অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসসিএন/এমএমইউ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।