ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৭ দফা দাবিতে যুব কংগ্রেস’র বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আগরতলায় ৭ দফা দাবিতে যুব কংগ্রেস’র বিক্ষোভ 

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে বেকারদের কর্মসংস্থানসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুব সংগঠন ‘যুব কংগ্রেস দল’। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরে প্রদেশের রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ ঘুরে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে গিয়ে ওই মিছিল শেষ হয়।  

পরে সংগঠনের কার্যকরী সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে লিখিত দাবি হস্তান্তরের উদ্দেশ্যে জেলা শাসকের কার্যালয়ে যায় এক প্রতিনিধি দল।

কিন্তু সে সময় জেলা শাসক সন্দীপ মহাত্মে কার্যালয়ে না থাকায় তার অধস্তন কর্মকর্তার হাতে লিখিত দাবি তুলে দেওয়া হয়।  

বেকারদের কর্ম সংস্থান ছাড়াও সাত দফা দাবিগুলোর অন্যতম হলো- নারী নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ, বিদ্যুৎ পরিসেবার উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্য পরিসেবার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মাদক ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ইত্যাদি।  

যুব কংগ্রেসের সভাপতি বলেন, সাধারণ মানুষের স্বার্থে এসব দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলন চালাবে তারা।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসসিএন/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।