ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

কৃষি

সরিষার ফলনে রঙিন স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা

কাজী আব্দুল কুদ্দুস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
সরিষার ফলনে রঙিন স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ফসলের মাঠে শোভা বাড়িয়েছে সরিষা ফুল।

রাজবাড়ী: কম খরচে বেশি লাভ হওয়ায় রাজবাড়ীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষার আবাদ। একই সঙ্গে ভোজ্যতেলের দাম বাড়ায় তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন তারা। আর সরিষার আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ।

জেলার কালুখালী উপজেলার রতনদিয়া মুড়ারিখোলা, হরিণবাড়ীয়াসহ প্রতিটি উপজেলার ফসলের মাঠে এখন শোভা পাচ্ছে সরিষা ফুল। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখর পুরো এলাকা। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। আর এর মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর জেলার পাঁচ উপজেলার পাঁচ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে বারী, বিনা ও টরির নানা জাতের সরিষা। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৫১৫ মেট্রিক টন সরিষা।

কৃষক জিয়াউর রহমান, কাজী সিদ্দিক, আমিন শেখ জানান, আমন ধান ঘরে উঠানোর পর খালি জমিতে সরিষার চাষ করা হয়। তিন মাসের কম সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। কম পুঁজিতে সরিষা চাষে লাভও অনেক বেশি। বিঘাপ্রতি পাঁচ হাজার টাকা উৎপাদন খরচ হলেও বিশ হাজার টাকার সরিষা পাওয়া যায়। ফলে এখন কৃষকদের কাছে লাভজনক ফসল হয়ে উঠেছে সরিষা।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। এ কারণে তাদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, সরিষা চাষে কৃষকদের সব প্রকার সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলন হতে পারে।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।