কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ট্রেতে উৎপাদিত রোপা আমন চারা বীজ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে চলতি আমন মৌসুমে ট্রেতে উৎপাদিত আমন চারা বীজ রোপণের উদ্বোধন করা হয়েছে।
কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আমন চারা রোপণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিম।
এর আগে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ-জান্নাত রুমি, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলী, পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবেদ আলী সরকার, কৃষক মতিয়ার রহমান, সেতু মণ্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
এফইএস/আরআইএস